হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বুধবার ক্রস ময়দানে সুন্দর ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ভামা কাপ ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাঁওকর। কেআরপি একাদশ ও ক্রেসেন্ট সিসির মধ্যকার ম্যাচের দশম ওভারের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম জানান, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে মালগাঁওকরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালগাঁওকরকে মৃত ঘোষণা করেন। সহ-আম্পায়ার প্রতমেশ আঙ্গানে জানান, খেলা শুরুর আগে মালগাঁওকর অম্লতার (অ্যাসিডিটি) কথা জানিয়েছিলেন।
ক্রিকেট
হার্ট অ্যাটাকে মাঠেই মারা গেলেন আম্পায়ার
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ আম্পায়ার।