২০২২ থেকে ২০২৪ আসর পর্যন্ত টানা তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক হয়েই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। শিরোপা জয়ের মিশনে বারবার ব্যর্থ হওয়ায় ২০২৫ আসরের প্রোটিয়া ব্যাটারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ভাগ্যান্বেষণে নতুন করে আইপিএল ড্রাফটে নাম দেন ডু প্লেসি। এরপর গেল নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে ৪০ বছর বয়সী তারকাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।