কবির আহমদ সিলেট ব্যুরো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হচ্ছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠবে প্রতিযোগিতার এই আসরের। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা আর ‘পরিচ্ছন্ন শৃঙ্খল’ বিপিএলের প্রতিশ্রুতি- সব মিলিয়ে এবারের আসরকে আলাদা করে সাজাতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঠের প্রস্তুতি আশাব্যঞ্জক হলেও, বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনকে ঘিরে সতর্কতা এবং খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা সব মিলিয়ে বিপিএল কি সত্যিই শঙ্কাহীনভাবে শুরু হচ্ছে?

বর্তমান পরিস্থিতিতে ঢাকার বাইরে সিলেটকে উদ্বোধনী ভেন্যু হিসেবে বেছে নেয়ার পেছনেও রয়েছে নিরাপত্তাজনিত কারণ। যদিও বিসিবি আশার বার্তাই দিচ্ছে। বুধবার দীর্ঘ বৈঠক শেষে বোর্ড জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা নিয়েই মাঠে নামছে বিপিএল। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।

বিপিএল শুরুর আগে গতকাল বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ পথ ও রাস্তা পরিষ্কার করেছেন শতাধিক শিক্ষার্থীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে এবং লাভ ক্রিকেট, ক্লিন সিলেট-এর সহায়তায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে শুরু করে রাস্তাঘাট ঝাড়– দিয়ে পরিষ্কার করেন। এতে অংশ নেয়া শিক্ষার্থী জ্যোতি জানান, ‘আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা অন্যতম সুন্দর একটি শহর। সিলেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম। এখানে খেলা হবে আর সড়কে ময়লা থাকবে তা কোনোভাবে কাম্য নয়। তাই আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত শামস বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরু হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন সিলেট থেকে শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। খেলাকে কেন্দ্র করে বিসিবির আয়োজনে সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের মতো সিলেটের সড়কপথ পরিচ্ছন্ন দেখতে পান সে জন্য এই আয়োজন। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে সিলেটে আজ পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবার সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।