পিঠের চোটে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তবে পার্থে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া সেই টেস্টে না থাকলেও ব্রিসবেনে পরের টেস্টেই তার ফেরার কথা। এই ফাঁকেই সাংসারিক জীবনে একটা বড় সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। সিডনির অন্যতম অভিজাত এলাকায় কিনে ফেললেন এক রাজকীয় বাড়ি, যার দাম ১ কোটি ৬০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৫ কোটি ২০ লাখ টাকা)! সিডনির ব্রন্ট এলাকায় ১৩৭ বছরের পুরোনো ভিক্টোরিয়ান ঐতিহ্যের এই বাড়ি বেছে নেয়ার পেছনে বড় ভূমিকা কামিন্সের স্ত্রী বেকি বস্টনের, যিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। শহরের উপকূলঘেঁষা সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত এ বাড়ি তৈরি হয়েছিল ১৮৮৮ সালে।
দ্বিতল বাড়িটি ৭৩০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। আছে পাঁচটি শোবার ঘর ও চারটি বাথরুম। ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে বাড়িটি কিনলেন কামিন্স দম্পতি। এ বছরই ফেব্রুয়ারিতে কামিন্স দম্পতির দ্বিতীয় সন্তান এসেছে পৃথিবীতে, জন্ম নিয়েছে তাদের মেয়ে এডি। বাড়িতে এখন সে আর তার চার বছরের ভাই আলবি।