গত আসরের মতো এবারও বিপিএলের আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আসরটি শুরু হচ্ছে সেপ্টেম্বরেই। এবার তিন ভেন্যু সিলেট, ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। গত আসরটি সিলেটে অনুষ্ঠিত হয়েছিল।এবারের আসরে থাকবে আরও কিছু নতুনত্ব। গতবার একমাত্র ভেন্যু হিসেবে সিলেট থাকলেও এবার আরও দুটি যুক্ত হচ্ছে। গত আসরের মতো এবারও জাতীয় লিগে আটটি বিভাগীয় দল অংশ নেবে। এই টি-টোয়েন্টি আইসিসির স্বীকৃত হওয়াতে এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। বিপিএলের প্রস্তুতির পাশাপাশি এই টুর্নামেন্ট হয়ে উঠছে দেশের ক্রিকেটারদের জন্য আত্মপ্রকাশের বড় সুযোগ। ভালো পারফরম্যান্সে যেমন বিপিএলে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তেমনি জাতীয় দলের নজরেও আসা যায়। আত্মবিশ্বাস গড়ার মঞ্চ হিসেবে এনসিএল টি-টোয়েন্টির গুরুত্ব তাই অনেক।
ক্রিকেট
সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এনসিএল
গত আসরের মতো এবারও বিপিএলের আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।