দিনাজপুরে ’তারুণ্যের উৎসব’ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট কাল থেকে শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে ৪টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও নীলফামারী অংশগ্রহণ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসাবে "তারুণ্যের উৎসব" টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলার মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ধৈর্য ধারণ করা প্রয়োজন। যত ভালো দলই হোকনা কেন, এক দলকে হারতে হবে। সে জন্য খেলার মাঠে প্রত্যেক খেলোয়াড়কে বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে খেলার আহ্বান জানান। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।