অবশেষে প্রকাশ করা হয়েছে এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। সূচি অনুয়ায়ী আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ ২০২৫-এর আসর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন। এবারের আসরের ভেন্যু নিয়ে গুঞ্জন ছিল সংযুক্ত আরব আমিরাত হতে পারে। এবং শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে। টুইটারে এসিসির চেয়ারম্যান লিখেছেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।’ এবারের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক ছিল ভারত। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াবে কি না, গড়ালে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ঘোর সংশয় ছিল। আবার এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন। শেষ পর্যন্ত সব জ্বল্পনা-কল্পনা ছাপিয়ে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আগামী সেপ্টেম্বরেই। এশিয়া কাপের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা চলছিল। গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত এসিসির বৈঠকে এ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। গুঞ্জন উঠেছিল যে, ভারতসহ বেশ কিছু দেশ বৈঠকে অংশ নেবে না, তবে শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়ে বৈঠকে অংশ নেয়। এসিসির বৈঠকের পরই এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে সব শঙ্কা কেটে যায়। বৈঠকের পরই জানানো হয়েছিল যে, টুর্নামেন্টের সূচি প্রকাশ কেবল সময়ের ব্যাপার। ক্রিকবাজ জানিয়েছিল যে, সম্ভবত ২৬ জুলাই বা ২৮ জুলাইয়ের মধ্যে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। সেই খবরই সত্যি হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি তবে এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষের দিন ঘোষণা করেছেন। এশিয়া কাপ এবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যদিও এ টুর্নামেন্ট নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা বয়কট করার হুমকি দিয়েছিল ভারত। যদিও শেষ পর্যন্ত অনলাইনে হলেও তারা এই সভায় অংশ নেয়। ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত ওই সভার পর এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি জানিয়েছেন আগামী এশিয়া কাপের ভেন্যু এবং সূচি ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। এরই মধ্যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে, ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপ রেখে সূচি চূড়ান্ত করা হচ্ছে। এছাড়া আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা ও এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভির মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কবে মুখোমুখি হবে তা এখনো জানা যায়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। যদিও দুই দলই অংশ গ্রহণ করছে আসরে।
ক্রিকেট
এশিয়া কাপ আমিরাতে ভেন্যু ও সূচি প্রকাশ
অবশেষে প্রকাশ করা হয়েছে এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। সূচি অনুয়ায়ী আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ ২০২৫-এর আসর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
Printed Edition
