জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ভালো করতে পারছেনা বাংলাদেশ। প্রথম দিনেই মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিংয়ে সফরকারীদের ২৭৩ রানে গুটিয়ে দেন। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ চতুর্থ ওভারেই ওপেনার সাদমান ইসলামকে হারায়। আরেকটি উইকেট হারাতে পারতো। মাহমুদুল হাসান জয় জীবন পাওয়ায় এক উইকেট হারিয়েই দিন শেষ করেছে স্বাগতিকরা। জয় ২৮ ও মুমিনুল ১৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ ১ উইকেটে করেছে ৫৭ রান। দ্বিতীয় ইনিংসে এখনও তারা ২৫ রানে পিছিয়ে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন ৫ উইকেট। এটি তার ক্যারিয়ারের ১১তম ফাইফার। গতকাল জিম্বাবুয়ে যখন পঞ্চম উইকেট হারায়, তখনও কোনো উইকেটের দেখা পাননি মিরাজ। কিন্তু শেষ পাঁচ উইকেট শিকার করলেন তিনি একাই। তার সৌজন্যেই আরও বড় হলো না জিম্বাবুয়ের লিড। এই নিয়ে টেস্ট ক্রিকেটে একাদশবার ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন এই অফ স্পিনার। বাংলাদেশের হয়ে তার চেয়ে এই কীর্তি বেশি আছে আর কেবল দুজনের- সাকিব আল হাসান (১৯ বার) ও তাইজুল ইসলাম (১৫ বার)। এই পাঁচ উইকেটে আরও একটি অর্জনে সাকিব-তাইজুলদের সঙ্গী হওয়ার দিকে পাঁচ ধাপ গেলেন মিরাজ। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট হতে তার প্রয়োজন আর পাঁচ উইকেট। খুব আহামরি বোলিং অবশ্য করেননি মিরাজ। গতকাল দ্বিতীয় দিনও বাংলাদেশা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা। টেস্ট ক্যারিয়ারে ১১ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়ে মিরাজ জানিয়েছেন, ম্যাচটা বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব। এ জন্য দ্বিতীয় ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রানের স্কোর গড়তে হবে তাঁদের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’ মিরাজের বলছেন উইকেট এখন ব্যাটিং সহায়ক, ভালো ব্যাটিং করলেই ভালো স্কোর সম্ভব, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’ মিরাজের কথায় ৩০০ থেকে ৩৫০ রান জিম্বাবুয়েকে লক্ষ্য দিতে পারলে সিলেট টেস্টে জিততে পারে বাংলাদেশ, ‘আর টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ উইকেটে অনেক পরিবর্তন আসবে। কিন্তু এটা আমাদের ব্যাটারদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’ সিলেটের মাঠে টেস্টে ৪০০ দূরে, ৩৫০ রানও করতে পারেনি বাংলাদেশ। এ পর্যন্ত ইনিংস ব্যাটিং করে ৫ বারই অলআউট হয়েছে ২০০ রানের আগে। সর্বোচ্চ স্কোর ৩৩৮ ও ৩১০ রানÑ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কাল মিরাজরা আসলে দায়িত্ব নিয়ে কতটা ভালো ব্যাটিং করতে পারেন সেটি দেখার অপেক্ষা।
ক্রিকেট
টেস্ট ক্যারিয়ারে ১১তম ফাইফার মিরাজের
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ভালো করতে পারছেনা বাংলাদেশ। প্রথম দিনেই মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
Printed Edition
