টি-টোয়েন্টি ফরম্যাটে বছরটা বেশ ভালোই কাটছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আরেক বাঁ-হাতি ব্যাটার মোহাম্মদ নাইম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি নতুন এক উচ্চতায় উঠে এসেছেন।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তানজিদের দখলে। চলতি বছর ২৩ ইনিংসে ৬২২ রান করে তিনি পেছনে ফেলেছেন মোহাম্মদ নাঈম শেখের রেকর্ড। চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম ২৯.৬১ গড়ে এবং ১৩৫.২১ স্ট্রাইকরেটে ৬২২ রান করেছেন। এই রান করার পথে তিনি ৬টি অর্ধশতক হাঁকিয়েছেন। একই সঙ্গে চলতি বছর তানজিদ ৩৪টি ছক্কা মেরেছেন, যা এক বছরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। এর আগে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। ২০২১ সালে তিনি ২৬ ম্যাচ খেলে ২৩ গড়ে ৫৭৫ রান করেছিলেন। সেই রান করার পথে নাঈমের স্ট্রাইকরেট ছিল ১০০.৩৪ এবং তিনি ৩টি অর্ধশতক হাঁকিয়েছিলেন। নাঈমের চেয়ে ৩ ইনিংস কম খেলেই তার রেকর্ড ভেঙে দিলেন তানজিদ। তানজিদ ও নাঈমের পরের দুটি স্থানেই আছেন লিটন দাস। চলতি বছর ২১ ইনিংসে ২৯.৬৮ গড়ে এবং ১৩২.৭০ স্ট্রাইকরেটে লিটনের রান ৫৬৪। তিনি ৪টি ফিফটি করেছেন। এর আগে ২০২২ সালেও লিটন ১৯ ম্যাচে ২৮.৬৩ গড়ে ৫৪৪ রান করেছিলেন। এক পঞ্জিকাবর্ষে ৫০০-এর বেশি রান করা আরেক বাংলাদেশি হলেন আফিফ হোসেন। ২০২২ সালে তিনি ২১ ম্যাচে ২৯.৪১ গড়ে ৫০০ রান করেছিলেন, যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১২৩.৭৬।