প্রথম দিনে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামানো ম্যাট হেনরি দ্বিতীয় ইনিংসেও ছড়ালেন আলো। সঙ্গে দারুণ বোলিং করলেন মিচেল স্যান্টনার ও উইল ও’রোক। তাদের নৈপুণ্যে ইনিংসে ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগাল নিউ জিল্যান্ড। শেষ দিকে জিম্বাবুয়ের টাফাডজোয়া সিগা ও ব্লেসিং মুজারাবানির লড়াইয়ে সেটা না হলেও, বড় জয়ই পেল কিউইরা।বুলাওয়ায়োতে প্রথম টেস্টের তৃতীয় দিন শুক্রবার ৯ উইকেটে জিতেছে মিচেল স্যান্টনারের দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে গুটিয়ে ৩০৭ রান করে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি জিম্বাবুয়ে, ব্যাটিং বিপর্যয়ে গুটিয়ে যায় ১৬৫ রানে। ৮ রানের লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। প্রথম ওভারেই অবশ্য উইকেট হারায় তারা, নিউম্যান নিয়ামহুরির বলে বোল্ড হন ডেভন কনওয়ে।কিউইদের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা হেনরি দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে তার শিকার ছিল ৬টি। টেস্ট ক্যারিয়ারে এনিয়ে চতুর্থবার ম্যাচে ৯ উইকেট পেলেন তিনি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!প্রথম ইনিংসে উইকেট না পাওয়া স্যান্টনার ও ও’রোক দ্বিতীয় ইনিংসে নেন যথাক্রমে চারটি ও তিনটি।২ উইকেটে ৩১ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে শিবিরে দিনের পঞ্চম ওভারে ছোবল দেন উইল ও’রোক। কট বিহাইন্ড হয়ে বিদায় নেন নিক ওয়েলচ। কয়েক ওভার পর ও’রোকই ফেরান স্বাগতিকদের ‘নাইটওয়াচম্যান’ ভিনসেন্ট মাসেকেসাকে।৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে কিছুক্ষণ টানেন দুই অভিজ্ঞ শন উইলিয়ামস ও ক্রেইগ আরভাইন। তাদের ৫৭ রানের জুটিতে একশ করে জিম্বাবুয়ে।এরপরই, পরপর দুই ওভারে থিতু দুই ব্যাটসম্যানের বিদায় ঘণ্টা বাজে। মিচেল স্যান্টনারের বলে লেগ সাইডে উইলিয়ামসের দারুণ ক্যাচ নেন কিপার টম ব্লান্ডেল।