ক্রিকেট
তারুণ্যের উৎসব ২০২৫
দিনব্যাপী কর্মসূচী পালন করলো সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায়, বাংলাদেশ সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে "তারুণ্যের উৎসব ২০২৫" অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে।

স্পোর্টস রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায়, বাংলাদেশ সাম্বো এন্ড কুরাশ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে "তারুণ্যের উৎসব ২০২৫" অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে শামিল হয়ে দিনব্যাপী বাংলাদেশ সাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশন পালন করেছে নানা কর্মসূচী।মুন্সিগঞ্জের সিরাজদিখান কুসুমপুরে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ও রেফারি কর্মশালা। এছাড়াাও খেলোয়াড় কর্মকর্তা সহ স্থানীয় জনগণের সম্পৃক্ততায় আকর্ষণীয় হয়ে উঠেছিল বর্ণাঢ্য আনন্দ র্যালি। প্রধান অতিথি হিসেবে সেমিনার ও প্রশিক্ষণ উদ্বোধন করেন মোস্তাক আহমেদ এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হুসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিনাত আরা এবং হাজী জমির আলী মেম্বার। সাম্বো ও কুরাশের আধুনিক কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি ও রেফারির নিয়মাবলী নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,আন্তর্জাতিক খেলোয়াড় ও কোচ আশরাফুল ইসলাম এবং মোঃ মাহমুদুল কবির।