ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শ্রীলংকা সফরে দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। নাজমুল হোসেন শান্ত সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ত্ব থেকে সরে যাওয়ার পর টি-টোয়েন্টিতে লিটন দাসকে নেতৃত্বের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে দলে মিরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিল বিসিবি। মিরাজকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। নাজমুল হোসেন শান্ত চোটের কারণে মাঠের বাইরে থাকায় গত ডিসেম্বরে দলকে নেতৃত্ব দেন মিরাজ। আসন্ন শ্রীলংকা সফরে মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। শ্রীলংকা সফর থেকেই দীর্ঘদিন পর ফের তিন ফরম্যাটে তিন অধিনায়ক দেখবে বাংলাদেশ। টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন কুমার দাসের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হওয়া নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তাঁর লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতিÑ তাঁকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস তাঁর ওই টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেয়ার জন্য।’ আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। এতদিন ওয়ানডেতে নেতৃত্ব দেয়া নাজমুল টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষদিকে। এবার তাঁকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেও এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ। বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে মিরাজ প্রথম দায়িত্ব পালন করেন গত বছর নভেম্বরে। নাজমুল হোসেন চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন মিরাজ। এরপর ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিন ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই স্পিন অলরাউন্ডার। মিরাজের অধিনায়কত্বে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট জিতলেও তিন ওয়ানডের সবগুলোতেই হেরেছে।
ক্রিকেট
ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শ্রীলংকা সফরে দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। নাজমুল হোসেন শান্ত সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ত্ব থেকে সরে
Printed Edition
