আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। সফরকালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহুল প্রত্যাশিত সিরিজের সময়সূচি ঘোষণা করে। সবকিছু ঠিক থাকলে এটিই হবে বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল ভারত। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল ভারতীয় দল। এবারের সফরে প্রথম দুটি ওয়ানডে ও শেষ দুটি টি-টোয়েন্টি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি আয়োজন করা হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্ব নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এই সফর ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেও কাজ করবে, যার আয়োজক দেশ ভারত। ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ আগস্ট। এরপর চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ আগস্ট। ঢাকায় ফিরে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে অন্যতম রোমাঞ্চকর ও প্রত্যাশিত একটি ইভেন্ট হতে চলেছে। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মানদণ্ড তৈরি করেছে এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আমরা নিশ্চিত।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত এই সিরিজটিও তেমনই উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ বাংলাদেশে আগস্ট সাধারণত ক্রিকেট মৌসুম নয়। এই সময় বাংলাদেশ খুব কমই ম্যাচ খেলেছে। যেমন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট এবং ২০২১ সালে একই দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। তবে এর আগেও বাংলাদেশের অফ-সিজনে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। কেননা ২০১৪ সালে ভারতের সফরটি ছিল জুন মাসে। দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি। ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ও ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।