আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। বিপিএলের ১২তম আসরের সবচেয়ে সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত টুর্নামেন্টের সব নিয়ম ঠিকঠাক পালন করে আসছে তারা। দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য দল গড়েছে। আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার দলে নিয়ে টুর্নামেন্টের জৌলুস বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক নাবিল গ্রুপ। জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের সম্মানীর প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে দলটির কোচ হান্নান সরকার বলেছেন, ‘আমাদের ফ্র্যাঞ্চাইজি সুনামের সঙ্গে সবকিছু করছে। বিসিবি পেমেন্টের যে স্লট ভাগ করে দিয়েছে, সেই টাকা পেয়েছি।

সবাইকেই দেয়া হয়েছে। আশা করি, বাকি সম্মানীও যথাসময়ে পরিশোধ করবে।’ এদিকে রাজশাহী প্রথম কিস্তির টাকা দেয়ার পরই বাকি ফ্র্যাঞ্চাইজিদের নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বিসিবি। লিগের খেলার শুরুর আগেই ২৫ শতাংশ সম্মানী পরিশোধ করতে ‘মেমো’ জারি করা হয়েছে। লিগ পর্বের খেলা শেষ হবার আগে দিতে হবে ৫০ শতাংশ টাকা। আর বিপিএল শেষ হবার এক মাসের মধ্যে দিতে হবে বাকি ২৫ শতাংশ। আগের আসরের বিতর্ক এড়াতে এবার বিপিএলের নিলামের আগেই সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ফি বাবদ ২ কোটি টাকা ছাড়াও জামানত হিসেবে ১০ কোটি টাকা নেয় বিসিবি। ক্রিকেটারদের টাকা পরিশোধ করা হলেই বিসিবিতে জমা দেয়া ব্যাংক জামানত ফেরত পাবে তারা।

বিপিএলের লভ্যাংশের ভাগ পেতে হলেও ক্রিকেটারদের সম্মানী পরিশোধ করতে হবে। খেলা শুরুর আগে প্রথম কিস্তির টাকা পরিশোধ করায় রাজশাহী ওয়ারিয়র্সকে ধন্যবাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ ব্যাপারে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খুবই ভালো একটি সংবাদ। রাজশাহীর খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা টাকা পেয়েছে। আশা করি, বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজিও মাঠে খেলা শুরুর আগে নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা পরিশোধ করবে।’