সিলেট টেস্টে বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিন পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। তবে প্রথম ইনিংসে বড় ধাক্কা খেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। এতে জিম্বাবুয়ের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ১১২ রানে।
প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল।
তবে দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ সাবধানী ছিল টাইগারদের। বৃষ্টির কারণে খেলা শুরু হয় দুপুর ১টায়। ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। সপ্তম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে জয় স্লিপে ক্যাচ দেন ক্রেইগ আরভিনের হাতে। ৬৫ বলে ৩৩ রান করেন তিনি।
এরপর শান্ত ও মুমিনুল গড়ে তোলেন ৬৫ রানের কার্যকর জুটি। মুমিনুল দেখেশুনে খেললেও ফিফটির আগেই থামেন। ৮৪ বলে ৪৭ রান করে ভিক্টর নুয়াসির বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। দলীয় স্কোর তখন ১৩৮। পরে দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। মাত্র ২০ বল খেলে করেন ৪ রান। মুজারাবানির বলেও তিনিও আরভিনের হাতে ধরা পড়েন স্লিপে। মুশফিকের বিদায়ের পরই চা বিরতির ঘণ্টা পড়ে। দিনের শেষভাগে বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। তারা অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন ১৫.২ ওভারে ৩৯ রানের জুটিতে। শান্ত ১০৩ বল খেলে ৭ চারে ৬০ রানে অপরাজিত, ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেছেন এদিন। অন্যপ্রান্তে ৬০ বলে ৩ চারে জাকের অপরাজিত আছেন ২১ রানে। চতুর্থ দিনে লিড বড় করতে এই জুটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।