জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনেই জয় পেয়েছে ঢাকা মেট্টো। রাজশাহীতে কার্টেল ওভারের ম্যাচে রবিনের বীরত্বে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হচ্ছে এনসিএল। তবে বৃষ্টির কারনে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অবশ্য খুব বেশি আনন্দের উপলক্ষ পাননি ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির কারণে বগুড়ায় টসই হয়নি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য দাঁড়ায় ৫ ওভারে। সেখানে আগে ব্যাট করে তিন উইকেটে ৬০ রান করে রাজশাহী। জবাবে ৪.৩ ওভারে তিন উইকেট হারিয়েই ঢাকা মেট্রো লক্ষ্যে পৌঁছে যায়। সকাল থেকে টানা বৃষ্টির কারণে রাজশাহীতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ৫ ওভার করে খেলার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। কার্টেল ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানের মাঝে তিন উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ৪ রান করলেও ডাক মারেন নাজমুল হোসেন শান্ত। তবে সাব্বির রহমান ও মেহেরব হোসেনের দৃঢ়তায় বাকি সময়ে উইকেট হারায়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত সাব্বির ১৫ বলে ৩৩ ও মেহেরব ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ দুটি ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা মেট্রো। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহফিজুল ইসলাম রবিন। মাত্র ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। দলটির আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অন্যদের মাঝে নাঈম শেখ ৮ বলে ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৬ ও আবু হায়দার রনি ৪ বলে ৮ রানে আউট হন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দুটি ও আসাদুজ্জামান পায়েল একটি উইকেট নেন।