DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ডাকেটের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ইংল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই বিশাল স্কোর করেছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান করেছে দলটি।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
p1aa

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই বিশাল স্কোর করেছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান করেছে দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। ডাকেট ১৪৩ বলে সেঞ্চুরিসহ ১৬৫ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। টুর্নামেন্টে আগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে অপরাজিত ১৪৫ রান করেছিলেন অ্যাস্টল। এর ফলে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ছুঁড়ে দিতে পেরেছে কঠিন চ্যালেঞ্জ। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু ভালো করতে পারেনি দলটি। ব্যাট করতে নেমে ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ফিল সল্টকে ১০ ও জেমি স্মিথকে ১৫ রানে আউট করেন পেসার বেন ডোয়ার্শিস। তৃতীয় উইকেটে ১৫৫ বলে ১৫৮ রানের জুটিতে ইংল্যান্ডকে ভাল অবস্থায় নেন ডাকেট ও জো রুট। জুটিতে রুট ৪টি চারে ৭৮ বলে ৬৮ রান করে আউট হন রুট। ৩২তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ৯৫ বল খেলা ডাকেট। মিডল অর্ডারে হ্যারি ব্রুক ৩, অধিনায়ক জশ বাটলার ২৩ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রানে আউট হলেও এক প্রান্ত আগলে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন ডাকেট। ব্যক্তিগত দেড়শ’ রান ছাড়িয়ে ইনিংস বড় করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৪৮তম ওভারে দলীয় ৩২২ রানে অস্ট্রেলিয়ান স্পিনার মার্নাস লাবুশেনের বলে আউট হন ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৪৩ বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৫ রানের ইনিংস খেলা ডাকেট। ডাকেট ফেরার পর শেষ দিকে ২টি চার ও ১টি ছক্কায় ১০ বলে অপরাজিত ২১ রান করেন জোফরা আর্চার। এতে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৪ আসরে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান করেছিলো নিউজিল্যান্ড। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে ডোয়ার্শিস ৩টি, এডাম জাম্পা ও লাবুশেন ২টি করে উইকেট নেন।