আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। শারজায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে অনায়াসেই হারিয়েছে আরব আমিরাত। ফলে দলটি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে। সিরিজ হার এড়াতে বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার দুই বিভাগেই ছন্নছাড়া পারফর্ম দেখা গেছে তাদের মাঝে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই হার দেখা লিটন দাস স্বীকার করেছেন, তাদের পারফরম্যান্স আশাভঙ্গ করেছে। ম্যাচ শেষে অধিনায়ক লিটন বলেছেন, ‘অবশ্যই আমাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না, কারণ এখানে এসে সবসময় আপনি জেতার কথাই ভাববেন। কিন্তু এটা জীবনের অংশ।’ নিজেদের ব্যাটিং নিয়ে তার মূল্যায়ন, ‘ক্রিকেটে মাঝেমধ্যে প্রতিপক্ষ সত্যিই ভালো খেলে। কৃতিত্ব তাদের। ব্যাটিং করার সময় আমরা ভুল করেছি, এমন পরিস্থিতি ও কন্ডিশনে আমরা যেমনটা চেয়েছিলাম, সেরকম পারফরম্যান্স আমরা করতে পারিনি।’
দলের ইতিবাচক ব্যাপার নিয়ে তার মত, ‘পারভেজ হোসেন ইমন ও তানজীদ হাসান তামিম ভালো খেলেছে। হৃদয় ও জাকেরও দারুণ ব্যাট করেছে। মাঝের দিকে দুয়েকজন ছেলে সত্যিই ভালো বল করেছে। আমাদের আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে।’ আমিরাতি ব্যাটারদের দৃঢ়তার কথা আলাদাভাবে তুলে ধরলেন, ‘ প্রথম ভাগে সংযুক্ত আরব আমিরাত সত্যিই ভালো খেলেছে। ভালো বল করেছে, এজন্য আমরা সেভাবে রান করতে পারিনি। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা কিছুটা পেয়েছে। তারা কৃতিত্বের দাবিদার। মাঝের ওভারে যারা ব্যাট করেছে, তারা প্রশংসনীয় ছিল। তাদের ব্যাটাররা আতঙ্কিত হয়নি, এজন্য তারা কৃতিত্ব পেতে পারে।’ বোলাররা সত্যিই ভালো খেলেছে। তাদের ব্যাটসম্যানরা খুব বেশি আতঙ্কিত হয়নি, তাই কৃতিত্ব তাদেরই।
এই সিরিজে সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, সিরিজ হারের পর সেটাকে একটা কারণ দেখানোর চেষ্টা করলেন লিটন। আবারও সামনে আনলেন রাতের শিশিরের প্রসঙ্গ।