সাদমান ইসলাম দুর্দান্ত ফর্মে থাকলেও চলতি সিরিজে শেষ পর্যন্ত কোনো সেঞ্চুরি পেলেন না। বারবার ভালোভাবে সেট হয়ে আউট হওয়ার প্রবণতা এবারও তাকে হতাশ করল। মিরপুর টেস্টের চতুর্থ দিনেও দেখা গেল সেই পরিচিত দৃশ্য।

আগের দিন তার ঝড়ো শুরুর ওপর ভর করেই ওভারপ্রতি ৫ রান করে এগিয়েছিল বাংলাদেশ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি রক্ষণাত্মক হয়ে পড়েন। এক পর্যায়ে ৮০ স্ট্রাইক রেটে ব্যাট করা সাদমান শেষ পর্যন্ত ইনিংস শেষ করেন ৬৫.৫৪ স্ট্রাইক রেটে।

কিন্তু ধীর ব্যাটিংও তাকে বড় স্কোর এনে দিতে পারেনি। চতুর্থ দিনের শুরুতে তার সংগ্রহ ছিল ৬৯ রান, সেখান থেকে তিনি যোগ করতে পারেন আর মাত্র ৯ রান।

অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে শেষ হয় তার ইনিংস। দিনের চতুর্থ ওভারে নিচু হয়ে আসা একটি ডেলিভারির লেন্থ ভুল বিচার করে ব্যাকফুটে খেলার চেষ্টায় তিনি এলবিডব্লিউ হন।

সিরিজের প্রথম ম্যাচে তার ৮০ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। ঢাকায় প্রথম ইনিংসে করেছিলেন ৩৫। এবার তিনি আউট হলেন ৭৯ রানে। ফলে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই শেষ হলো তার এই সিরিজ।