বগুড়ায় ৫২ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে উদ্বোধন হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আসাদুজ্জামান, দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, সিনিয়র শিক্ষক মৃণাল কান্তি রায়, গোপাল চন্দ্র রায়, জিবরীল বাবু, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, শাহানা আক্তার সীমা, সুলতান আহমেদ, ফজলে রাব্বি প্রমুখ। কাবাডি বালিকা ইভেন্টে গাবতলী সন্ধ্যাবাড়ী আজাদ হাই স্কুল ২৪-১৭ পয়েন্টে বগুড়া সদরের মাটিডালী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে হ্যান্ডবল বালিকা ইভেন্টে বগুড়া সদরের পুলিশ লাইনস হাই স্কুল এন্ড কলেজ ৪-০ গোলে ক্যান্ট বোর্ড হাই স্কুল মাঝিরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি ও হ্যান্ডবল বালক প্রতিযোগিতা আগামী রবিবার এবং ফুটবল বালক এবং বালিকাদের ও সাঁতার প্রতিযোগিতা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে ফুটবল ফাইনালের মাধ্যমে জেলা পর্যায়ে প্রতিযোগিতা সমাপ্ত হবে।