দুই ওপেনার মোহাম্মদ নাইম ও এডাম রসিংটনের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের শীর্ষে উঠল চট্টগ্রাম রয়্যালস। গতকাল চট্টগ্রাম ৯ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে সিলেট টাইটান্সকে। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছেন সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৪ রানে ৫ উইকেট হারায় সিলেট টাইটান্স। এসময় সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫, হজরতুল্লাহ জাজাই ৪, জাকির হাসান ১৫, ইথান ব্রুকস ১৭ ও আফিফ হোসেন ৪ রানে আউট হন। ষষ্ঠ উইকেটে ৪৬ বলে ৪৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ হোসেন ইমন ও আজমতুল্লাহ ওমারজাই। ব্যক্তিগত ১৭ রানে ইমন ফেরার পর রাহাতুল ফেরদৌসকে নিয়ে ৩১ বলে ৩৪ রান যোগ করে থামেন ওমারজাই। ৪টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করেন ওমারজাই। দলীয় ১১১ রানে ওমারজাই আউটের পর অষ্টম উইকেটে ১০ বলে ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সিলেটকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ এনে দেন রাহাতুল ও নাসুম আহমেদ। রাহাতুল ১৭ ও নাসুম ২টি চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। চট্টগ্রাম অধিনায়ক মাহেদি হাসান ১৮ রানে ও মির্জা বেগ ২৪ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ৬ ওভারে ৫২ রান তুলেন চট্টগ্রাম রয়্যালসকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার নাইম ও রসিংটন। ১২তম ওভারে ৩৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ডের রসিংটন। ঐ ওভারে ১শতে পা রাখে চট্টগ্রাম।

পরের ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩ বল খেলা নাইম। ১৪তম ওভারে দলীয় ১১৫ রানে নাইমকে শিকার করে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন সিলেট স্পিনার রাহাতুল। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন বিপিএলের নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হওয়া নাইম। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জোড়া হাফ-সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ১২৩ রান তুলে চট্টগ্রামের জয় নিশ্চিত করেছিলেন নাইম ও রসিংটন। নাইম ফেরার সাদমান ইসলামকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রসিংটন। ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ৫৩ বলে অনবদ্য ৭৩ রান করেন রসিংটন। ৩ রানে অপরাজিত থাকেন সাদমান। ম্যাচ সেরা হন নাইম।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট টাইটান্স: ২০ ওভারে ১২৬/৭ (মিরাজ ৫, জাজাই ৪, জাকির ১৫, পারভেজ ১৭, ব্রুকস ০, আফিফ ৪, ওমারজাই ৪৪, রাহাতুল ১৭*, নাসুম ১৩*; শরিফুল ৪-০-২৯-১, মুকিদুল ১.২-০-১১-১, শেখ মেহেদি ৪-০-১৮-২, মিরাজ ২.৪-০২৪-২, তানভির ৪-০-১৭-০, জামাল ৪-০-২৭-১)

চট্টগ্রাম রয়্যালস: ১৬ ওভারে ১৩০/১ (নাঈম শেখ ৫২, রসিংটন ৭৩*, সাদমান ৩*; নাসুম ৪-০-১৯-০, আমির ২-০-১০-০, ওমারজাই ১-০-১৬-০, খালেদ ২-০-২৩-০, মিরাজ ৩-০-২৮-০, রাহাতুল ৩-০-২৯-১, ব্রুকস ১-০-৫-০)

ফল: চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাঈম শেখ।