এশিয়া কাপে অংশ নিতে গতকাল রোববার দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরের খেলা। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। প্রথম বহর ঢাকা ছেড়েছে সকাল ১০টা ১৫ মিনিটে। এই বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারীসহ দলের ১৩ জন সদস্য। আর দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইয়ের বিমান ধরেন। এশিয়া কাপে লড়াইয়ের জন্য বিমান ধরার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টাইগার ক্রিকেটপ্রেমিদের বিশ্বের সেরা সমর্থক আখ্যা দিয়ে দোয়াও চেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। লিটন লিখেন, 'আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব Ñএকবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।' এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ আছে 'বি' গ্রুপে। যেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছে টাইগাররা। এশিয়া কাপ শুরুর দুদিন পর ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছিল এক মাস আগে। শুরুতে ছিল কঠোর ফিটনেস ট্রেনিং, এরপর ব্যাটিং-বোলিংয়ের স্কিল ঝালাই। মিরপুরে অনুশীলনের পর সিলেটে গিয়েও নিবিড় প্রস্তুতি চালায় দল। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের উপস্থিতি ছিল বাড়তি সুবিধা। নিয়মিত স্কিল ও ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করে বিসিবি, যেখানে সিরিজ জয়েই আত্মবিশ্বাস বাড়ায় দল। এই আত্মবিশ্বাস নিয়েই মূল অভিযানে নামছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দলের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন হার্ডহিটার ব্যাটার জাকের আলী। তার দাবি, এবার প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জাকের আলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই মনে-প্রাণে বিশ্বাস করি চ্যাম্পিয়ন হতে পারব। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত প্রস্তুতি খুব ভালো হয়েছে। ধাপে ধাপে ভালো খেলে একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।’ বিশ্লেষক আকাশ চোপড়া ও রাসেল আর্নল্ড বাংলাদেশের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না জাকের, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই, আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। ’ টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ এবার এশিয়া কাপে নামছে নতুন উদ্যমে। লিটন দাসও দেশে বলেছিলেন, এত ভালো প্রস্তুতি আগে আর কখনও হয়নি। এবার আবুধাবি যাওয়ার বিমানে চেপেই আবার শোনালেন স্বপ্নের কথা, ‘বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। এক ম্যাচ এক ম্যাচ করে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্যই ট্রফি উঁচিয়ে ধরা।’ জাকের বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’
ক্রিকেট
এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়ল ক্রিকেট দল
এশিয়া কাপে অংশ নিতে গতকাল রোববার দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরের খেলা।
Printed Edition
