ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দাপট দেখাল নিউজিল্যান্ড। দলের পক্ষে দুর্দান্ত এক ইনিংস খেললেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দিলেন পাহাড়সম রান। শেষদিকে রাচিন রবীন্দ্রের অপরাজিত ফিফটিতে আরও শক্ত হয় স্বাগতিকদের সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও দিন শেষ করেছে দারুণ শুরু দিয়ে। সবুজ ঘাসে ঢাকা উইকেটে দ্বিতীয় দিনে আগের চেয়ে কিছুটা ভালো বোলিং করলেও নিউজিল্যান্ডকে বড় রান করা থেকে আটকাতে পারেনি ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। দিন শুরুর সময় ১ উইকেটে ৩৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল স্বাগতিকরা। দীর্ঘ সময় ক্রিজে থেকে ইনিংসের মূল ভরকেন্দ্র ছিলেন কনওয়ে। প্রায় সাড়ে আট ঘণ্টা ব্যাট করে ৩৬৭ বলে ২২৭ রান করেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসজুড়ে ৩১টি চার মারেন তিনি। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম ডাবল সেঞ্চুরির পর আড়াই বছর পর আবারও টেস্টে দুই শতকের স্বাদ পেলেন কনওয়ে। তার সঙ্গী হিসেবে শেষ দিকে কার্যকর ভূমিকা রাখেন রাচিন। ২ ছক্কা ও ৬ চারে তিনি করেন অপরাজিত ৭২ রান। নিচের দিকে নেমে দ্রুত রান তোলেন এজাজ প্যাটেলও। ৩০ বলে ৩০ রান করে ইনিংসের গতি বাড়ান এই স্পিনার। নতুন দিনের শুরুতে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে মাঠে নামতে পারেননি অভিজ্ঞ পেসার কেমার রোচ। অসুস্থতায় ভুগছিলেন শেই হোপও। তবু দিনের শুরুতেই সাফল্য পায় সফরকারীরা। নাইটওয়াচম্যান জ্যাকব ডাফিকে কট বিহাইন্ড করেন জেডেন সিলস। তবে এতে কনওয়ের মনোযোগে কোনো ঘাটতি হয়নি। কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন কনওয়ে। এই জুটিতেই তিনি পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। পরে উইলিয়ামসন ৩১ রানে আউট হলে ভাঙে ৬৯ রানের জুটি। এরপর এলবিডব্লিউ হয়ে ফেরেন কনওয়ে নিজেও। দ্রুতই আরও কয়েকটি উইকেট হারালেও রাচিন এক প্রান্ত ধরে রেখে দলকে পাঁচশ ছাড়িয়ে নেন।
ক্রিকেট
কনওয়ের ডাবল সেঞ্চুরিতে বড় স্কোর নিউজিল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দাপট দেখাল নিউজিল্যান্ড। দলের পক্ষে দুর্দান্ত এক ইনিংস খেললেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দিলেন পাহাড়সম রান।