এশিয়া কাপ শুরুর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এই একাদশে আছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্রিকইনফোর এই একাদশে ইনিংস উদ্বোধনে থাকছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।