আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জনের মধ্যে আবারও মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এক খোলামেলা ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফেরার কোনো পরিকল্পনা নেই, অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত।

আমির বলেন, ‘গত দুই-তিন দিন ধরে শুনছি, মোহাম্মদ আমির নাকি আবার ফিরছে, অবসর ভেঙে ফেলছে। আমার সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, এমন কোনো পরিকল্পনাও নেই।আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেটিই চূড়ান্ত।’

ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশার কথা জানিয়ে আমির বলেন, ‘আমার ভক্তরা চায় আমি যেন ফিরে আসি, কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও তো এগিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। সেই সময় তিনি বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের দায়িত্ব নেয়ার সময় এসেছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নিয়েছিলেন তিনি, পরে ২০২৪ সালের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফের মাঠে নামেন।