DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ক্রিকেট উন্নয়নে বিসিবির সাথে কাজ করতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
BCB

ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন। ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ও সমর্থন সব জায়গাতেই সমাদৃত। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়। এই বিষয়টি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নজরেও এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।গতকাল মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন মিলার। তার হাতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন ফারুক। বৈঠকে রাষ্ট্রদূত মিলার ইইউয়ের বিভিন্ন দেশ যেখানে ক্রিকেট বেশি জনপ্রিয় নয়, সেই দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন। পাশাপাশি এই দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছেন তিনি। নারীদের ক্রিকেট, ট্যালেন্ট হান্ট কিংবা কোনো সিরিজের পৃষ্ঠপোষকও হতে চায় ইইউ। বিসিবির সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়নে কাজ করছে গেম প্লে।

এদিকে ‘ইইউ গো অন’ নামের একটি স্পোর্টস ইভেন্টের আয়োজনে করেছে বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসি। আগামী ১৩ মার্চ পর্যন্ত চলা এই আয়োজনে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্সে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিও অবশ্যই খেলাধুলা সংশ্লিষ্ট হতে হবে এবং প্রকাশের আগে #EUGameOn উল্লেখ করতে হবে। এতে পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাওয়া যাবে।