DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ইয়ুথ ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ

ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে।

Printed Edition
youth-cricket-

স্পোর্টস রিপোর্টার : ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে। ২০২৪-২৫ সেশনেও ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। যেখানে চার দলের মধ্যে রয়েছে সাউথ জোন (খুলনা-বরিশাল), সেন্ট্রাল জোন (ঢাকা+ঢাকা মেট্রো), ইস্ট জোন (চট্টগ্রাম সিলেট), নর্থ জোন (রাজশাহী+রংপুর)। এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলছেন সাউথ জোনের হয়ে। এ ছাড়া সহ-অধিনায়ক জাওয়াদ আবরার খেলবেন সেন্ট্রাল জোনের হয়ে। আজ ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টি-টোয়েন্টি এই ফরম্যাটের ফাইনাল হবে ২৭ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি ফরম্যাটের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেট একাডেমি মাঠে। তবে যে সব ক্রিকেটাররা প্রথম বিভাগ ক্রিকেটে খেলছেন তারা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না। একবারে যোগ দিবেন ওয়ানডে ফরম্যাটে। দুঃসংবাদ আরেকটি রয়েছে যুবা দলের তারকা পেসার আল ফাহাদ টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে পারবেন না ইনজুরির কারণে, তবে যোগ দেবেন ওয়ানডে টুর্নামেন্টে। এবারের ইয়ুথ টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্টির কথা শুনিয়েছেন যুবা দলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। তিনি বলছেন, ‘এবারের ইয়ুথ লিগে বড় পাওয়া হলো ক্রিকেটাররা আন্তর্জাতিক মাঠে খেলতে পারবে। এর আগে কখনো সুযোগ পায়নি এমনটি। এছাড়া ভেন্যুর সংখ্যাও বেড়েছে। লজিস্টিক যত সাপোর্ট এবার পাচ্ছে ক্রিকেটাররা দারুণ বলতে হবে। ভালো হোটেল, বাসের সুযোগ পাচ্ছে তরুণ ক্রিকেটাররা, সবমিলিয়ে ভালো টুর্নামেন্টের আশা।’ ইয়ুথ লিগের তিন ফরম্যাট শেষেই যুবা দলের ক্রিকেটারদের বিদেশ সফর রয়েছে। আগামী এপ্রিলের ২১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ওয়ানডে খেলতে দেশ ছাড়বে আজিজুল হাকিম তামিমের দল। যে সিরিজ চলবে ৯ মে পর্যন্ত। এছাড়া চলতি বছরে যুবাদের রয়েছে একাধিক সিরিজ, রয়েছে এশিয়া কাপও।