শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতে দুটি টেস্ট, এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামী ১৭ জুন থেকে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। তকে টানা অনুশীলনের পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তাদের প্রস্তুতিটা যথেষ্ট হয়নি। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিয়ে শান্ত বলেছেন, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে। তবে আরও ভালো হতে পারতো। পাকিস্তান সিরিজ একটু দেরিতে হলো। যার কারণে কিছু ক্ষেত্রে সময়টা একটু কম পাওয়া গেছে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। যতোটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হয়েছে।’ প্রস্তুতি যেমনই হোক বাংলাদেশ দল লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিতবে বলে বিশ্বাস শান্তর। এ নিয়ে শান্ত বলেন, ‘শ্রীলংকায় টেস্টে আমরা এর আগেও জিতেছি। আশা করবো এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’ শ্রীলংকার বিপক্ষে টেস্ট স্কোয়াড নিয়ে সন্তুষ্টির কথা জানালেন শান্ত, ‘দল নিয়ে আমি খুবই খুশি। দলে যেসব ক্রিকেটারদের চেয়েছি, শতভাগ পেয়েছি। তাই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমি খুশি। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।’ শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন চক্র শুরু হচ্ছে। আগের দুই চক্রে তারা হতাশাজনক পারফরম্যান্স করেছে। নতুন চক্রে নতুন শুরু, ভালো কিছু করার স্বপ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। যদিও এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার মতো স্বপ্ন দেখছেন না তিনি। শান্ত বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোট পদক্ষেপে এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটি ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। টার্গেট থাকবে যে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে যেন পারি। আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না? বাংলাদেশ দলও একদিন ফাইনাল খেলবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হলো, আমরা সামনের দুই বছরে মধ্েয গত বছরের থেকে কতটা ভালো ফল করছি।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৪ থেকে ৬টি দলের মধ্যে থাকার আশা ব্যক্ত করেছেন অধিনায়ক শান্তু। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়। গত বছর (চক্রে) জয়ের হার সম্ভবত ৪৫ শতাংশ ছিল। এখান থেকে যদি বাড়তে পারি, ৫০-৫৫ বা ৬০ শতাংশ হলে একজন অধিনায়ক হিসেবে আমার মনে হয়, ভালো একটা ফল হবে আমাদের।’ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটের পারফরম্যান্স যাচ্ছেতাই। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি, আরব আমিরাত সফর, পাকিস্তান সফর কোথাও ভালো করতে পারেনি দল। শান্ত স্বীকার করে নিলেন নিজেদের বর্তমান দুর্দশা। যদিও তিনি আত্মবিশ্বাসী দল দ্রুতই ঘুরে দাঁড়াবে। তিনি বলেন ‘শেষ কিছুদিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি না। এটা মানতেই হবে। আমি বিশ্বাস করি, এই টিমটা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে। ড্রেসিংরুমে ইনটেনসিটি দেখে ভালো লাগছে, সবাই মুখিয়ে আছে সেরাটা দিতে।’ এবার ঘরের মাঠেও ব্যর্থ হতে চান না শান্ত, ‘আমার মনে হয় আমাদেরকে ঘরের মাঠে জিততে হবে। আমরা শেষ চক্রে ঘরের মাঠে খুবই বাজে ক্রিকেট খেলেছি। যদি ঘরের মাঠে জিততে পারতাম, তাহলে আমরা হয়তো আরও দুই-তিনটি ম্যাচে জয় পেতাম। চিন্তা তো ওখানেই যে ঘরের মাঠে আমরা কীভাবে টেস্ট জিততে পারি। যখন ম্যাচ হবে, তখন নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে হবে। বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। আমরা যদি এই বছর বাইরে ভালো কিছু করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আরও ভালো ফল হবে।’

শ্রীলংকা সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে মিরপুরে ক্যাম্প করছে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি শেষে নিজেদের মধ্যে ম্যাচের আবহ তৈরি করে খেলেছেন ক্রিকেটাররা। সেখানে শান্তকে বেশ সাবলীল মনে হলেও শর্ট বলে ভুগেছেন। কোন পজিশনে শান্তকে ব্যাটিং করতে দেখা যাবে, এমন প্রশ্নে রহস্য রেখে দিলেন তিনি, ‘এটা আসলে এখানে বলতে চাচ্ছি না। প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে উন্মুক্ত হয়ে যেতে পারে। আমি যে কোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব্যাটার আছে। পরিকল্পনা আছে, আবার বিকল্পও আছে। দেখা যাক।’ ইবাদত হোসেনের প্রত্যাবর্তন প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘ইবাদতকে আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। আরও বোলার ছিল, কিন্তু ওর মতো উইকেট শিকারি কেউ ছিল না। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ে ও ইনজুরিতে পড়েছিল। অনেকদিন পর তার ফেরা বড় ব্যাপার। প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। পুরোপুরি ফিট আছে। আশা করি তাকে দিয়েই আমাদের ঘাটতি পূরণ হবে।’