বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেয়ার সেই লক্ষ্যকে সামনে রেখেই এবার দেশের সব বিভাগে টেস্টের রজতজয়ন্তী উদ্যাপন চলছে। রোববার রজতজয়ন্তী হয়েছে রাজশাহীতে। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিসহ বেশ কয়েকজন কর্মকর্তা। সেখানে অনুষ্ঠানের উদ্বোধনের পর রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরানোর আশ্বাস দিয়েছেন তারা। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট বরাবরই ঢাকা-চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ। তবে এখন ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক স্টেডিয়ামও বাড়াতে চায় বিসিবি। খুব দ্রুতই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন সংস্থাটির কর্তারা। বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝেমধ্যে। আমরা রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট কার্যক্রম আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।’
রাজশাহীর মাঠের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাইন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।’ বিসিবি সভাপতির বক্তব্যে কিছুটা আভাস পাওয়া গেলেও রাজশাহী স্টেডিয়াম নিয়ে পরিকল্পনাটা স্পষ্ট ছিল না। সেটা পরিষ্কার করলেন বিসিবি পরিচালক, বিপিএলের চেয়ারম্যান এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি বলেন, ‘রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই।’
রাজশাহীতে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজনের জন্য কিছু উন্নতির দরকার এখনও। ইতোমধ্যে এনএসসিকে এই বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানান মাহবুব। তার মতে, সবকিছু ঠিকঠাক চললে আগামী ১ বছরের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ দেখা যেতে পারে রাজশাহীতে। মাহবুব বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে খেলা আয়োজনের জন্য আরও কিছু উন্নতির দরকার, এজন্য আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আশা করছি এনএসসি এগুলো হাতে নেবে। এবং আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএলের খেলা আমরা দেখতে পারব।’