বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ আজ। আজ বাংলাদেশ জিতলেই হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো বাংলাদেশ। আজ বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। বাংলাদেশ সময় বিকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিলো লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের বোলিং সহায়ক উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল স্বাগতিক দল। তবে শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকের এদিন দুর্দান্ত ব্যাটিং করে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। তাতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অবশ্য গত মে-জুনের পাকিস্তানে ৫ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ওই সময়ের ঠিক আগে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের কারণে পরিস্থিতি নিরাপদ ছিল না। এজন্য সিরিজ কমিয়ে ৩ ম্যাচে আয়োজন করা হয়। লাহোরে একই ভেন্যুতে ৩টি ম্যাচ আয়োজন করা হয়। এবং পাকিস্তান স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশকে। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অতিথিদের। সঙ্গে দুই দলের ব্যবধানও স্পষ্ট করে। পরাজয়ের ব্যবধানগুলো এতোটাই বড় ছিল যে, হারের কোনো ব্যাখ্যাই দিতে পারেননি কেউ। দেড় মাসের ব্যবধানে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান। এবার বাংলাদেশ বদলা নেওয়ার অপেক্ষায়। ঘরের মাঠে পাকিস্তানকে ডেকে এনে হোয়াইটওয়াশের বদলা হোয়াইটওয়াশেই নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ। একাধিক ম্যাচের সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ স্বাগতিকদের। তাই সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক জাকের আলী। তিনি বলেন, ‘ শেষ ম্যাচটি লাইটলি (নিব) না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে (শেষ) ম্যাচ জেতা। হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কি না এমন প্রশ্নে জাকের আলী বরৈন,‘ হ্যাঁ হ্যাঁ (হোয়াইটওয়াশ করাই লক্ষ্য)। প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’ নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেছেন, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই (করেছি)। কিছু সেটাপ চেঞ্জ করেছি। বিপিএলের সময় ২ বছর আগেই আমাদের ব্যাটিং কোচের সাথে। হ্যাঁ ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলাই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম আগে (ব্যাটিংয়ে) যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নাম্বারে খেলেছি।’ আগামী ৫-২১ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। নিজেদের ঝালিয়ে নেওয়ার, সেরা টিম কম্বিনেশন ঠিক করার, রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করার এটাই শেষ সুযোগ। তৃতীয় ম্যাচে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করতেও পারে। সেক্ষেত্রে বেঞ্চে থাকা একাধিক ক্রিকেটার সুযোগ পেতেও পারেন। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে বাংলাদেশের। আজ সেই তালিকায় লিটনরা পাকিস্তানকে যোগ পারেন কিনা সেটাই দেখার বিষয়।