চলতি মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দলটি। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। সিরিজের শেষ টেস্ট খেলতে ২৮ এপ্রিল চট্টগ্রামে মুখোমুখি হবে দু’দল। জিম্বাবুয়ে বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। তাই অনেকেই মনে করছেন সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হতে যাচ্ছে। কিন্তু এমনটা ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। তিনি আবাহনীর হয়ে খেলছেন। আজ আবাহনী-মোহামেডান ম্যাচ। এই ম্যাচ নিয়ে কথা বলতে এসে বাংলাদেশ ও আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন কথা বলেছেন জিম্বাবুয়ের প্রসঙ্গ নিয়েও। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং তিনি মনে করেন প্রতিটি আন্তর্জাতিক সিরিজই সমানভাবে চ্যালেঞ্জিং এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলাটাও অস্ট্রেলিয়ার মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না।
একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’ জিম্বাবুয়েকে খর্বশক্তির দল হিসেবে অনেকে গণ্য করলেও শান্ত এই ধারণাকে উড়িয়ে দিয়েছেন। টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা। প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’ অধিনায়ক শান্ত মনে করেন এই সিরিজে ভালো ক্রিকেট খেলাটা অত্যন্ত জরুরি। তিনি গত বছরের টেস্ট পারফরম্যান্সের উন্নতির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন, আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে ৩টি ম্যাচ জিতেছিলাম। এই বছর আরও ৬টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের চেয়ে কীভাবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’ প্রায় ছয় মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের কি আরেকটু বাড়তি সময় প্রস্তুতি নেওয়ার দরকার ছিল? অধিনায়ক নাজমুল বলছেন, ‘ক্রিকেটাররা অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, প্রস্তুতির জন্য যদি আরও ২-১ দিন বেশি পেতাম তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হতো। একই সঙ্গে এটাও বলব, আবাহনী-মোহামেডান ম্যাচে দর্শকদের অনেক চাওয়া-পাওয়া থাকে, এই ম্যাচটাও অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রিকেটাররা যারা দলে সুযোগ পেয়েছে, তারা কিন্তু এরই মধ্যে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই।’ ক্রিকেটাররা অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, প্রস্তুতির জন্য যদি আরও ২-১ দিন বেশি পেতাম তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হতো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য তা কিছুটা দেরি হচ্ছে। দিন দশেকের প্রস্তুতির কথা থাকলেও তা এখন নেমে এসেছে সপ্তাহখানেকে।