ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভাইটালিটি ব্লাস্টে রোমাঞ্চকর এক ম্যাচে রেকর্ড গড়ে দলকে দুর্দান্ত জয় এনে দিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ১১ ছক্কা ও ১১ চারে ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার। তার এই ইনিংসে ভর করেই ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে ২২১ রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে এসেক্স। টসে হেরে আগে ব্যাটিং করে টবি আলবার্ট ও ক্যাটরাইটের ফিফটিতে ৪ উইকেটে ২২০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এসেক্সের। মাত্র ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। সেখান থেকে দলের হাল ধরেন জর্ডান কক্স। তিনে নেমে একাই ম্যাচ ঘুরিয়ে দেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং তাণ্ডবে হ্যাম্পশায়ারের বোলারদের দিশেহারা হতে হয়। শেষ পর্যন্ত ৬০ বলে ১১ চার ও ১১ ছক্কায় ১৩৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কক্স। এই ইনিংসের মাধ্যমে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের কোনো উইকেটরক্ষক ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখন কক্সের দখলে। এর আগে এই রেকর্ড ছিল ফিল সল্টের, যিনি ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। তবে সব উইকেটরক্ষক ব্যাটারের মধ্যে সবচেয়ে বড় ইনিংসটি এখনও ব্রেন্ডন ম্যাককালামের। ২০০৮ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেন তিনি। ১৭ বছর পেরিয়ে গেলেও ম্যাককালামের সেই রেকর্ড এখনও অক্ষত। উল্লেখ্য, ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কক্সের। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। ইন্টারনেট।