আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয়টি নির্ধারিত ছিলনা। এছাড়া গত মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন কোচ সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। ফলে আপাতত দু-জনই থাকছেন বিসিবিতে। যে কারণে গুঞ্জন ছিল এখানেই শেষ কি না আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই। তারা দুজনই বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন। এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।