DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

প্রিমিয়ার লিগে এখনো দল পাননি লিটন-মুমিনুল

আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে এখনো দল পাননি লিটন-মুমিনুল। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের।

স্পোর্টস ডেস্ক
Printed Edition

আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে এখনো দল পাননি লিটন-মুমিনুল। কিন্তু সময় খারাপ হলে বুঝি এমনই হয়। বলা হচ্ছে লিটন দাসের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। সেটাই শেষ নয়, ঢাকার ক্লাব ক্রিকেটের একমাত্র আসর প্রিমিয়ার লিগেও এখনো দল পাননি লিটন ও মুুমিনুল হক। যদিও জানা গেছে, মুমিনুলের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের কথা-বার্তা চলছে। হয়তো বাঁহাতি অভিজ্ঞ ব্যাটারকে রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে। রোববার ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হয়নি লিটনের। গতবার আবাহনীর হয়ে খেলা লিটনের ব্যাপারে কোনো দল কেন আগ্রহ দেখাচ্ছে না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক বেশি। তাই মাঝারী ও ছোট সারির দলগুলো লিটনের প্রতি উৎসাহ দেখায়নি। ধারণা করা হচ্ছিল, পুরোনো দল আবাহনীর হয়ে খেলতে পারেন লিটন। কিন্তু আবাহনী কোচ হান্নান সরকার নিশ্চিত করেছেন, ‘না, লিটন প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছে না।’এদিকে লিটন ও মুমিনুল এখন বেঙ্গল ‘টাইগার্সের’ হয়ে কোচ সোহেল ইসলামের অধীনে কোচিং করছেন। গতকাল সকালে শেরে বাংলায় অনুশীলন শুরু হয়েছে বেঙ্গল টাইগার্সের। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে তারকা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদেরও নতুন বছরে পর্যন্ত দল মেলেনি এখনো। তবে এ দেশ সেরা পেসারের সঙ্গেও কথা চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই চলছে ১০ দিনের টাইগার্সের অনুশীলন। লিটন, মুুমিনুল ছাড়াও টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, মাহমুদুল হাসায় জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসানসহ ২১ ক্রিকেটার অংশ নিচ্ছেন এ ক্যাম্পে।