সাবেক ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। সেই টুর্নামেন্টে বার্মিংহামে গতকাল পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্ক বিবেচনায় নিয়ে দেশটির বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন সুরেশ রায়না, শিখর ধাওয়ানও। তাই ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। কারণ ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের সঙ্গে ম্যাচ থেকে নাম সরিয়ে নিলেন ভারতীয় সাবেক তারকারা। গতকাল ইংল্যান্ডের এজবাস্টনে সাবেক ক্রিকেট তারকাদের এই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। সাধারণত এমন ম্যাচে দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের মাঝে মাঠের ক্রিকেটীয় লড়াই ও খুনসুটি বাড়তি রোমাঞ্চ জাগায়। কিন্তু এবার বদলে গেছে পরিস্থিতি। দুই দেশের সামরিক সংঘাতের সময় শেখর ধাওয়ান ও শহীদ আফ্রিদির মাঝে সামাজিক মাধ্যমে বাদানুবাদ হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের তথ্যমতে- পুরোনো ঘটনার রেশ ধরে ভারতীয় ক্রিকেটাররা আফ্রিদি থাকলে দলটির সঙ্গে খেলবেন না বলে শর্ত জুড়ে দেন। যুবরাজ-হরভজন-ইরফানদের আপত্তির পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) কর্তৃপক্ষ ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিলের ঘোষণা দেয়। বিবৃতিতে তারা জানায়, ‘আমরা ডব্লিউসিএলে সবসময় ক্রিকেটকে লালন ও ভালোবাসার দৃষ্টিতে দেখি। এখানে আমাদের কেবল লক্ষ্য থাকে ক্রিকেটভক্তদের ভালো ও সুখী মুহূর্ত উপহার দেওয়া। যখন আমরা চলতি বছরে পাকিস্তান হকি দলের ভারতে সফরের খবর পাওয়ার পাশাপাশি পরস্পরের সাম্প্রতিক ভলিবল ম্যাচ দেখি, তখন ডব্লিউসিএলেও পাক-ভারত ম্যাচ চালিয়ে যাওয়ার কথা ভেবেছি।’ ক্রিকেটারদের মনস্তাত্ত্বিকভাবে আঘাতের কারণ হওয়ায় ক্ষমাও চেয়েছে ডব্লিউসিএল কর্তৃপক্ষ, ‘আমাদের উদ্দেশ্যই ছিল কেবল বিশ্বের ক্রিকেটভক্তদের জন্য কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি। যাইহোক, এখন আমরা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কারও অনুভূতিতে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমাদের প্রত্যাশা এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য সবাই বুঝতে পারবেন।’ এর আগে সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবেন না। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘আমি যে পাকিস্তানের বিপক্ষে খেলব না, তা গত ১১ মে জানিয়েছি। সেই অবস্থানেই অনড় রয়েছি এখনও। আমার দেশই আমার কাছে সবকিছু, দেশের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।’ এরপর হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানরাও এই ম্যাচের অংশ হতে চান না বলে জানান। গড় ১৮ জুলাই থেকে শুরু হয়েছে লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ। যেখানে ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিং এবং পাকিস্তানের নেতৃত্বে আছেন মোহাম্মদ হাফিজ। এর আগে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে শহীদ আফ্রিদি স্বদেশি চ্যানেল সামা টিভিকে বলেন, ‘যদি সেখানে (কাশ্মীর) একটি পটকাও ফাটে, তুমি পাকিস্তানকে দায়ী করো। অথচ কাশ্মীরে তোমাদের আট লাখ শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, তবুও এমন ঘটনা ঘটছে। এর মানে তোমাদের আর্মি অকেজো, তারা নিজেদের মানুষকে রক্ষা করতে পারে না।’ যা নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়া দেখান শিখর ধাওয়ান, ‘কার্গিলেও তোমাদের হারিয়েছিলাম। এত নীচে নেমেছ, আর কত নামবে? উল্টোপাল্টা মন্তব্য করার চেয়ে নিজের দেশের ভাল হয় এমন কোনো কাজ করো। ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্বিত।’ পরে আফ্রিদিও নিজের অ্যাকাউন্ট থেকে ধাওয়ানকে খোঁচা দিয়ে আরেকটি টুইট করেন। যেখানে হাতে চা নিয়ে দাঁড়িয়ে থাকা ছবি দিয়ে তিনি লেখেন, ‘জয়-পরাজয় ভুলে যাও, আসো তোমাকে চা পরিবেশন করি।’ ইন্টারনেট।
ক্রিকেট
লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল
সাবেক ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। সেই টুর্নামেন্টে বার্মিংহামে গতকাল পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে বর্তমান
Printed Edition
