আগামীকাল শনিবার সিলেটের মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অংশ নেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এসময় স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। তিনি আশা করছেন সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে স্বীকার করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। তবে বাংলাদেশের সিলেটের মাঠে টাইগারদের হারাতে চায় ডাচরা। ডাচ অধিনায়ক এর বিশ্বাস, যে কোনো দলকেই পরাজিত করার সামর্থ্য রাখে নেদারল্যান্ডস। যদিও সিলেটের পিচ সম্পর্কে এখনো তাদের স্পষ্ট ধারণা নেই। তার মতে, আসন্ন এই সিরিজই বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি মঞ্চ হয়ে উঠতে পারে। পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সিরিজে সেটিই হতে পারে নেদারল্যান্ডসের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে সিলেটের মাঠে গতকাল প্রথম দিনের মত অনুশীলনে অংশ নেয় ডাচরা। বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাদের। দুপুর ২টা থেকে সিলেটের লাক্কাতুরাস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ঘাম ঝরিয়েছেন তারা। তবে অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি।