এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ মঙ্গলবার স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে জামাল ভূইয়ারা। গ্রুপ পর্বের এই ম্যাচটি শিলংয়ের জাওহর লাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলই মাঠ ও মাঠের বাইরে কেউ কাউকে চুল পরিমান ছাড় দিতে চায় না। তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে এই ম্যাচ। এবার মাঠের লড়াইয়ে নামার আগে আলোচনায় রয়েছে দুটি নাম বাংলাদেশের হামজা চৌধুরী ও ভারতের সুনীল ছেত্রী।

ভারত ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। তাই জয় দিয়ে নিজেদের অভিষেকটা রাঙ্গাতে মরিয়া হয়ে আছেন ইংল্যান্ড ইউথ দলে খেলা এই ফুটবলার। এই ম্যাচে পছন্দের আট নম্বর জার্সি পরেই মাঠে নামবেন হামজা। তরুণ এই ফুটবলার দলে যোগ দেওয়ার পর থেকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে জামাল-তপুদের। হাভিয়ের কাবরেরা বলেছেন, ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তার শিষ্যরা। অপরদিকে ভারতের স্প্যানিশ কোচ মানালো মার্কেজ ও আশাবাদী তার শিষ্যরা জয় নিয়েই মাঠ ছাড়বে।গত বছরের ডিসেম্বরে সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুসারে, ভারতের অবস্থান ১২৬ নম্বরে। তাদের চেয়ে ৫৯ ধাপ পেছনে থাকা বাংলাদেশ রয়েছে ১৮৫তম স্থানে। অর্থাৎ কাগজে-কলমে শক্তির বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও হামজার অন্তর্ভুক্তিতে নতুন করে ভাবাচ্ছে ভারতকে।

তাই বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙ্গে মাঠে ফিরেছেন ভারতের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী। বাংলাদেশকে হারিয়ে নিজের প্রত্যাবর্তন রাঙ্গাতে চান তিনি। মালদ্বীপের বিপক্ষে গোল করে নিজের প্রস্তুতিটাও ভালোই সেরেছেন তিনি। এখনও দেখা বিষয় বাংলাদেশের বিপক্ষে কেমন পারফরম্যান্স করবেন ছেত্রী।আসন্ন লড়াইয়ের জন্য ভারতের কোচ মানোলো মার্কেজ দিয়েছেন ২৫ জনের স্কোয়াড। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন ২৪ জনের স্কোয়াড। ভারত মূল ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ দল তা পারেনি। যদিও সৌদী আরবের তায়েফে হামজা ছাড়াই দলের অন্য সদস্যদের নিয়ে ১২ দিনের অনুশীলন সেরেছে কাবরেরা। হামজা দলে যোগ দেয়ার পর কোন প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। প্রস্তুতির জন্য পাঁচদিন আগে ভারত গেলেও সেখানে আয়োজকদের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি বাংলাদেশ দল। অনুশীলন ভেন্যুটাও অর্থ দিয়ে ভাড়া নিতে হয়েছে। সেটাও মানসম্মত ছিলনা। তারপরও লাল সবুজের প্রতিনিধিরা আশাবাদী ভাল ফলাফল অর্জনের।

বাংলাদেশ দলের আত্মবিশ^াসের কারন ও রয়েছে। আর তা হলো ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ি , ভারত দলের মোট বাজারমূল্য ৬০ লাখ ৬৪ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ দলের মোট বাজারমূল্য ৮৬ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলা হামজার একার দামই প্রায় ৪৯ লাখ ডলার।এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। গ্রুপের বাকি দুটি দল হংকং ও সিঙ্গাপুর। পয়েন্ট তালিকার শীর্ষ দল পাবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার টিকিট।বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন,মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।