আরও এক রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তম বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন এই পেসার। এর মধ্যদিয়ে বিদেশের মাটিতেই ১৩ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক ৫ উইকেট নেয়ার রেকর্ডে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের পাশে নাম লিখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩২ ম্যাচ খেলে ১১বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ঐ চার দেশে ক্যারিয়ারের ৩৩ ম্যাচ খেলে ১১বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করে আকরামের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ। একইসঙ্গে স্বদেশি কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই পেসার। বিদেশের মাটিতে ৬৬ ম্যাচে ১২ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন বিশ্বকাপজয়ী পেসার কপিল। সেখানে ৩৪ ম্যাচে ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন বুমরাহ।
ক্রিকেট
ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ
আরও এক রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে