ভারতের ঘরোয়া নারী টি-টোয়েন্টি ট্রফিতে রেকর্ড গড়ে ইতিহাস লিখেছেন মহারাষ্ট্রের ব্যাটার কিরণ নাভগির।
শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে শতক হাঁকিয়ে নারী ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের তারকা ব্যাটার সোফি ডিভাইনের দখলে। ২০২১ সালে ঘরোয়া আসরে তিনি ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন। দুই বল কম খেলেই এবার সেই রেকর্ড নিজের করে নিলেন কিরণ নাভগির।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কিরণ নাভগিরের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মহারাষ্ট্র।
ম্যাচে নাভগির একাই ৩৫ বলে ১০৬ রান করেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ১৪টি চার। ৩১ বছর বয়সি এই ক্রিকেটারের ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬-যা নারী ক্রিকেট ইতিহাসে তিনশর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড।
নাভগিরের এই ইনিংস শুধু ভারতের ঘরোয়া ক্রিকেটেই নয়, পুরো নারী ক্রিকেটের রেকর্ডবুকে নতুন এক অধ্যায় যোগ করেছে।