ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। সাবেক এই ক্রিকেটার বোর্ডপ্রধান হিসেবে আজ করবেন শেষ অফিস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার বিনি পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরে বিসিসিআই বাৎসরিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুসারে বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর। পুরো মেয়াদ পার হওয়ার আগেই বিনিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে বয়সের কারণে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই। ১৯ জুলাই বিনির বয়স ৭০ বছর পূর্ণ হয়।ভারতের হয়ে ১৯৭৯ থেকে ১৯৮৭ সময়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছিলেন বিনি।
ক্রিকেট
বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন রজার বিনিকে
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। সাবেক এই ক্রিকেটার বোর্ডপ্রধান হিসেবে আজ করবেন শেষ অফিস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা