আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে যুক্ত হলো আরও দুটি নতুন নাম, পূর্ব তিমুর এবং জাম্বিয়া। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় এই দুই দেশকে সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সংযোজনের মধ্য দিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১১০-এ, যা বিশ্ব ক্রিকেটে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। আইসিসির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব তিমুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নকে সহযোগী সদস্যপদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল। এখন থেকে এই দুই দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই পাবে আন্তর্জাতিক মর্যাদা। সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব তিমুর ও জাম্বিয়ার ক্রিকেটে এগিয়ে যাওয়ার এই যাত্রা বিশ্ব ক্রিকেটকে আরও বৈচিত্র্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
ক্রিকেট
পূর্ব তিমুর ও জাম্বিয়াসহ আইসিসির সদস্য এখন ১১০
আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে যুক্ত হলো আরও দুটি নতুন নাম, পূর্ব তিমুর এবং জাম্বিয়া। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় এই দুই দেশকে সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি