বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তবোকে কেন্দ্র করে বিপিএলের ঢাকা প্রর্বের প্রথম দিন বৃহস্পতিবার দুটি ম্যাচ বয়কট করেছিল ক্রিকেটাররা। তবে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাতে বিসিবির পরিচালকদের সঙ্গে বৈঠকে বসে গতকাল শুক্রবার মাঠে ফেরার ঘোষণা দেয় ক্রিকেটাররা। সেই অনুযায়ী গতকাল দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চট্টগ্রাম রয়েলস বনাম নোয়াখালী একপ্রেস। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ফাইফারের দেখা পেলেন পেসার শরিফুল ইসলাম। গতকাল বল হাতে দাপট দেখিয়ে ৩.৫ ওভারে এক মেইডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন শরিফুল। এটি তার টি-টোয়েন্টিতে প্রথমবার ফাইফার। তিন ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত ছিল শরিফুলের দলটির। তবুও যেন থামার নাম গন্ধ নেই চট্টগ্রাম রয়েলসের। এবার তারা হানা দিল নোয়াখালী এক্সপ্রেসের ওপর। আরও পরিষ্কার করে বললে বন্দর নগরীর দলটির পেসার শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের তোপে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি নোয়াখালীর দলটি। গতকাল বিপিএলে ঢাকা পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে চট্টগ্রাম রয়েলস ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে চট্টগ্রামের বিপক্ষে জয়ের বিকল্প ছিলনা নোয়াখালীর। কিন্তু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন বাঁচা-মরার ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি তারা। অবশ্য শুরুটা খারাপ না হলেও বড় জুটির অভাবে ভুগেছে নোয়াখালী। ক্রিজ আঁকড়ে ধরার মতো ইনিংস উপহার দিতে পারেননি হাসান ইসাখিল, সৌম্য সরকার কিংবা জাকের আলী। ইসাখিল ২০ বলে ২৫, সৌম্য ৮ বলে ১৪ আর জাকের ২২ বলে ২৩ রানে আউট হন। মিডল অর্ডারে ব্যর্থতার পরিচয় দেন হায়দার আলী, হাবিবুর রহমান সোহান ও মুনিম শাহরিয়ার। হায়দার ১১ বলে ১২, সোহান ১৫ বলে ১১ আর মুনিম ১ বলে ১ রান করে আউট হন। তাদের দ্রুত বিদায়ে রানের গতি মন্থর হয়ে যায় নোয়াখালীর। শেষদিকে ১৯ বলে সাব্বির হোসেনের ২২ রানের ইনিংসে কোনোরকম লড়াইয়ের পুঁজি তুলে নেয় দলটি। চট্টগ্রামের হয়ে শরিফুল ছাড়াও বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন আমের জামাল।
ক্রিকেট
বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিপিএলে ফিরেছে ক্রিকেটাররা
শরিফুলের প্রথম ফাইফারের দিনে চট্টগ্রামের জয়
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তবোকে কেন্দ্র করে বিপিএলের ঢাকা প্রর্বের প্রথম দিন বৃহস্পতিবার দুটি ম্যাচ বয়কট করেছিল ক্রিকেটাররা। তবে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি।
Printed Edition