মাদক সংশ্লিষ্টতায় কানাডার ক্রিকেট অধিনায়ক নিকোলাস কার্টন গ্রেফতার। নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন নিকোলাস কার্টন। সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোজে। কিন্তু গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে আটক করে স্থানীয় পুলিশ। এর পর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন। গত বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন তিনি পুলিশকে এ ব্যাপারে সহায়তা করবেন। ২০১৫ সালে বার্বাডোজের মাদক আইন কিছুটা শিথিল করা হয।
ক্রিকেট
মাদক সংশ্লিষ্টতায় কানাডার ক্রিকেট অধিনায়ক নিকোলাস গ্রেফতার
মাদক সংশ্লিষ্টতায় কানাডার ক্রিকেট অধিনায়ক নিকোলাস কার্টন গ্রেফতার। নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন নিকোলাস কার্টন। সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোজে।
Printed Edition
