বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জেতেন রোহিত শর্মা। সেটিই শেষ। ২০২৩-এর নভেম্বরের পর ২০২৫-ও প্রায় শেষ। রোহিতের পর ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুবমান গিল, তবে টসভাগ্য বদলায়নি ভারতের। রোহিতের টানা ১২ ম্যাচের পর গিলও ওয়ানডেতে টস হারলেন টানা তিন ম্যাচে। মাঝে তিন ম্যাচের জন্য ছিলেন কেএল রাহুল, তিনটিতেই হারেন তিনিও। সাকুল্যে টানা ১৮ ম্যাচে ওয়ানডেতে টস হারের নজির গড়লো ভারত। এ তালিকায় দুইয়ে থাকা নেদারল্যান্ডের হার ১১ টসে। সিডনিতে টসে জিতে আগে ব্যাটিং নিয়ে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।