ক্রিকেটে যুক্ত হচ্ছে একদম নতুন এক ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় এই ফরম্যাটের। ঘোষণাটি দেন ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিওয়ানি, যিনি ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের কার্যনির্বাহী চেয়ারম্যান। নামের মতোই ‘টেস্ট টোয়েন্টি’ হলো টেস্ট আর টি–টোয়েন্টি ক্রিকেটের সংমিশ্রণ। এখানে একদিনে হবে ৮০ ওভারের খেলা, কিন্তু থাকবে চার ইনিংস দুটি করে প্রতিটি দলের জন্য। এটি হবে ক্রিকেটের চতুর্থ আনুষ্ঠানিক ফরম্যাট। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রতিটি দল ব্যাট করবে দু’বার, ঠিক যেমন টেস্টে হয়। এর মাধ্যমে খেলার কৌশলগত দিকটা ফিরে আসবে, তবে সময় হবে কম, খেলা হবে আরও গতিময় ও সম্প্রচার-বান্ধব। টেস্ট ও টি-টোয়েন্টির নিয়ম মিলিয়ে তৈরি করা হয়েছে এই ফরম্যাট, যাতে জয়, পরাজয়, ড্র বা টাই সব ফলই সম্ভব।
ক্রিকেট
ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’
ক্রিকেটে যুক্ত হচ্ছে একদম নতুন এক ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় এই ফরম্যাটের। ঘোষণাটি দেন ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিওয়ানি, যিনি ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের কার্যনির্বাহী চেয়ারম্যান