টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহর তোপে প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে ভারত ১ উইকেটে ৩৭ রান তুলে চালকের আসনে আছে।২০১৯ সালে ইডেন গার্ডেনসে সর্বশেষ টেস্ট ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত। যেটি ছিল গোলাপি বলে ভারতের প্রথম টেস্ট। ছয় বছর পর এই মাঠে লাল বলের ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন শুরুটা ভালোই করেছিলেন। উদ্বোধনী জুটিতে তারা ৫৭ রান যোগ করে ভারতীয় পেসারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছিলেন।তবে ১০.৩ ওভারে রিকেলটনকে (২৩) বোল্ড করে এই জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারেই তিনি ফিরিয়ে দেন আরেক সেট ব্যাটার মার্করামকেও (৩১)। ভালো শুরু পেয়েও দুই ওপেনারকে হারানো প্রোটিয়ারা এরপর আর দাঁড়াতে পারেনি।
মাঝপথে লেগ স্পিনার কুলদীপ যাদব জোড়া আঘাত হানেন। ওয়ান মুলদার (২৪) ও অধিনায়ক টেম্বা বাভুমাকে (৩) ফিরিয়ে দিয়ে তিনি সফরকারীদের মিডল অর্ডার ভেঙে দেন। ১২০ রানে ৫ উইকেট হারানোর পর প্রোটিয়াদের দ্রুত গুটিয়ে দেওয়াটা ছিল সময়ের ব্যাপার।বাকি কাজটা সারেন বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। বুমরাহ টনি ডি জর্জিকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের ৫ উইকেটের কোটা পূরণ করেন। কাইল ভেরায়েনে (১৬) ও ত্রিস্তান স্টাবস (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সিরাজের জোড়া উইকেটে তা ভেস্তে যায়। শেষ পর্যন্ত ৫৫ ওভারে ১৫৯ রানেই ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুমরাহ মাত্র ২৭ রান খরচায় ৫টি উইকেট নেন। কুলদীপ ও সিরাজ নেন ২টি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ভারতও অবশ্য শুরুতে উইকেট হারায়। যশস্বী জয়সোয়াল মাত্র ১২ রান করে মার্কো জ্যানসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর আর কোনো বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান হিসেবে নামা ওয়াশিংটন সুন্দর (৬*) ও কেএল রাহুল (১৩*)। প্রথম দিন শেষে ভারত এখনো ১২২ রানে পিছিয়ে আছে।