এশিয়া কাপের সুপার ফোরের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ চারে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর আফগানিস্তানের বিদায়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে পা রেখেছে শ্রীলংকা ও বাংলাদেশ। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল ওমানের মুখোমুখি হবে ভারত। আজ শনিবার থেকে শুরু হবে শেষ চারের লড়াই। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার ফোরের চার দল একে অপরের বিপক্ষে লড়বে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। আজ ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এ ম্যাচে বিশাল ব্যবধানে না হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ভারতের। ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ পাকিস্তান। ৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ।

এক নজরে দেখে নিন সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ)

২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই সাড়ে ৮টা

২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই সাড়ে ৮টা

২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি সাড়ে ৮টা

২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই সাড়ে ৮টা

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই সাড়ে ৮টা

২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই সাড়ে ৮টা

২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই সাড়ে ৮টা।