বিপিএল ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। জবাবে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। ঢাকা ক্যাপিটালসকে গুড়িয়ে দেয়ার ম্যাচে বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের অ্যাডাম রশিংটন। ব্যাট হাতে ৩৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রানের পাশাপাশি রাজধানীর দলটিকে অল্পতে আটকানোর ক্ষেত্রে উইকেটের পিছনেও বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচে মোট পাঁচটি ডিসমিসালে অবদান রেখেছেন ৩২ বছর বয়সী রশিংটন। এই ইংলিশ ক্রিকেটার ঢাকার ইনিংসে একটি রান আউটের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন চারটি। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ড যৌথভাবে নিজের নাম লিখিয়েছেন তিনি। রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছেন আরও ছয় জন উইকেটরক্ষক। তারা হলেন- টনি ফ্রোস্ট, দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে। এই তালিকার নতুন সংযোজন হলেন অ্যাডাম রশিংটন। উল্লেখ্য, বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের এই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম।