বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ খুব একটা ভালো ফলাফল এনে দিতে পারেননি। যে কারণে প্রশ্ন উঠছে মিরাজের অধিনায়কত্ব নিয়ে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরাজকে আরো সময় দেয়ার পক্ষে। গতকাল বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, 'সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়...সেই পটেনশিয়াল তার মধ্যে আছে।' মিরাজের অধিনায়কত্ব নিয়ে বুলবুল আরো বলেন, '৩ ফরম্যাটে ৩ অধিনায়ক হতে হবে, এমন কোনো নিয়ম নেই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা-অসুবিধা নিয়ে। অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। তারপরেও দেখব যারা আছে তাদের মধ্যে সেরা কে কাজটা করতে পারবে। একজন দুইটা করতে পারে, একজন তিনটাও (৩ ফরম্যাটে অধিনায়কত্ব) করতে পারে। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে।' পরবর্তীতে মিরপুরের উইকেট নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'প্রথম দুটো ম্যাচে যে উইকেট দেখেছিলাম, একটু ধীরগতির ছিল। মিরপুরের মাটটাই আমার কাছে মনে হচ্ছে একটু ধীর গতির। আগে এই উইকেটটাকে সচল করার জন্য বা পেস বাড়ানোর জন্য কিছু মরা ঘাস দেয়া হতো। এবার মরা ঘাস না দিয়ে যে পরীক্ষাটা করা হয়েছে, সেটাতে দেখলাম উইকেট একটু ধীরগতির ছিল। তবে যে উইকেটটা দেখলাম, খুব শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল। আমি যেহেতু বিশেষজ্ঞ নই, এর বেশি কিছু বলতে পারব না।' এছাড়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, সৌম্য সরকার সবসময়ই প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং সুযোগ পেলে আরও বড় কিছু করতে পারতেন। বুলবুল বলেন, ‘সৌম্য সবসময়ই ট্যালেন্টেড খেলোয়াড়। ওর সামর্থ্য আছে ১৫০ রান করার মতো। আমি সবসময় বলেছি সিলেকশন এমন একটা জায়গা, এখানে খারাপ করলেই বাদ দিয়ে দিলে হবে না। সময় দিতে হয়, ওর মতো খেলোয়াড়দের আত্মবিশ্বাস পেতে সুযোগ দরকার।’ মনোবিদের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন বুলবুল। তিনি যোগ করেন, ‘আন্তর্জাতিক ম্যাচে মনোবিদ ছাড়া পারফর্ম করা খুব কঠিন। মানসিক প্রস্তুতি এখন খেলার বড় অংশ। আমরা চেষ্টা করছি খুব দ্রুত একজন মনোবিদ নিয়োগ দিতে।’ এছাড়া মিরপুরের উইকেট নিয়েও মন্তব্য করেন বিসিবি প্রেসিডেন্ট। এ সম্পর্কে তিনি বলেন, ‘মিরপুরের উইকেট আসলেই জটিল। ব্যাটসম্যানদের জন্য যেমন কঠিন, বোলারদেরও চ্যালেঞ্জিং। ভবিষ্যতে বাইরে থেকে মাটি এনে দুটো নতুন উইকেট তৈরি করা যায় কিনা, সেটা আমরা ভাবছি।’ বাংলাদেশ দলের পারফরম্যান্স উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনা, মানসিক সহায়তা ও স্থিতিশীল সিলেকশন নীতির ওপরই জোর দিচ্ছে বর্তমান বোর্ড এমনটাই জানালেন আমিনুল ইসলাম বুলবুল।