ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সানজিদ মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৪৭ রানে অলআউট করে তারা। তারপর বায়ান্দা মাজোলার বোলিংয়ে বিপাকে পড়লেও সামিউন বশিরের ফিফটিতে ৫ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২৯.৩ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে বাংলাদেশ। ৬৮ রানে ৫ উইকেট পড়ার পর বশির ও মোহাম্মদ আব্দুল্লাহর অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় তারা। আগামী রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলো বাংলাদেশ।
শিরোপার লড়াইয়ে নামার আগে তারা লিগ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। গতকাল হারারেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ৪৫ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর বলতে গেলে একাই লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দেড়শর কাছাকাছি নিয়ে গেছেন বান্দিলে এমবাথা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৯ বলে ৩৯ রান করেন তিনি। ৩৩ আসে পল জেমসের ব্যাট থেকে। ৩৭.২ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার ৩৯ রানে শিকার করেন ৪টি উইকেট। ২টি করে উইকেট নেন আল ফাহাদ আর সামিউন বশির।